Hindustan Times
Bangla

 সব থেকে বেশি বাজেট পেশ করা অর্থমন্ত্রী কারা!

গত মাসে আবার সরকার গঠন করেছে এনডিএ। আর ২৩ জুলাই নতুন সরকারের প্রথম বাজেট।

আর এই নিয়ে, সপ্তম বার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সবচেয়ে বেশি বাজেট পেশ করার রেকর্ড করেছেন। তিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পরে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মেয়াদকালে অর্থমন্ত্রী হিসাবে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন।

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম নয়বার বাজেট পেশ করেছেন। প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার মেয়াদকাল ১৯ মার্চ ১৯৯৬ সালে তিনি প্রথম বাজেট পেশ করেছিলেন।

প্রণব মুখার্জি অর্থমন্ত্রী থাকাকালীন আটটি বাজেট পেশ করেছিলেন। তিনি ১৯৮২, ১৯৮৩ এবং ১৯৮৪ সালে এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ ২০১২ সালের মধ্যে সরাসরি পাঁচটি বাজেট পেশ করেছিলেন। 

পি ভি নরসিমা রাও সরকারের অর্থমন্ত্রী থাকাকালীন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৯৯১ থেকে ১৯৯৫ সালের মধ্যে পাঁচটি সরাসরি বাজেট পেশ করেছিলেন। 

স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছিল ১৯৪৭ সালের ২৬ নভেম্বর। দেশের প্রথম অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি পেশ করেছিলেন এই বাজেট।