Hindustan Times
Bangla

কীভাবে সাজানো হয়েছে চন্দ্রযান ৩? এক ঝলকে দেখে নিন কয়েকটি গুরুতর দিক

ভারতের তৃতীয় চন্দ্রাভিযান চন্দ্রযান ৩ রওনা দিল পৃথিবী থেকে। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে রওনা দেয় এটি।

এই অভিযান সফল হলে ভারত চাঁদে পাড়ি দেওয়া চতুর্থ দেশ হিসেবে গণ্য হবে। এর আগে চাঁদে পৌঁছেছে আমেরিকা, রাশিয়া ও চিন।

পৃথিবী থেকে চাঁদে পৌঁছতে সব মিলিয়ে ৪০ দিন মতো সময় লাগতে পারে। ২৩ বনা ২৪ আগস্ট রাতে চাঁদে অবতরণ করবে এই মহাকাশযান।

অবতরণের পর ১৪ দিন সক্রিয় থাকবে চন্দ্রযান ৩। প্রসঙ্গত, পৃথিবীর ১৪ দিন মানে চাঁদের এক দিন। এই কয়েক দিনে চাঁদের মাটি, উষ্ণতা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা চালাবে রোভার।

জিএসএলভি মার্ক ৩ বা এলভিএম ৩-এ করে রওনা দিয়েছে চন্দ্রযান ৩। অন্যদিকে চন্দ্রযানের মধ্যে রয়েছে প্রোপালসন মডিউল, ল্যান্ডার ও রোভার।

ইসরোর তরফে জানানো হয়েছে, সফল অবতরণের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। গতবারের ভুলগুলিও এড়ানো হয়েছে এবার। ফেলিউর বেসড পদ্ধতিতে সাজানো হয়েছে গোটা চন্দ্রযান।