Hindustan Times
Bangla

চন্দ্রযান-৩-এর সাফল্যে নেপথ্যে ছিলেন এই বিজ্ঞানীরা, জেনে নিন পরিচয়

শ্রীধর পানিকর সোমনাথ: ইসরোর চেয়ারম্যান। চন্দ্রযান-৩-এর রকেট বাহুবলী তৈরির নেপথ্যে তিনি।

এস উন্নিকৃষ্ণন নায়ার: চন্দ্রযানের লঞ্চারের প্রধান কারিগর তিনিই। ছোটগল্প লিখতেও বেশ ওস্তাদ তিনি।

পি ভিরামুথুভেল: চন্দ্রযান-৩-এর প্রজেক্ট ডাইরেক্টর তিনি । চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পর তার থেকে অভিজ্ঞতা আহরণ করেছেন অনেক।

এম শঙ্করণ: কৃত্রিম চন্দ্রপৃষ্ঠ তৈরির দায়িত্বে তিনি। বিভিন্ন তাপমাত্রায় যান কীভাবে কাজ করছে সেটাও তিনিই দেখেন।

মুথাইয়া বনিতা: চন্দ্রযান-২-এর প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন। চন্দ্রাভিযানে নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা। ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার।

ভি নারায়ণন: চন্দ্রযান-৩-এর সফ্ট ল্যান্ডিংয়ের নেপথ্য রয়েছে ইনিই। পড়াশোনা খড়গপুর আইআইটিতে।

কল্পনা নন্দগোপাল: কোভিডের মধ্যেও চন্দ্রযান-৩ মিশন ঠিকভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ইনি।