Hindustan Times
Bangla

চাঁদে পাড়ি দিতে ইসরোকে সাহায্য করেছে নানা সংস্থা, তালিকায় টাটা, গোদরেজও

এমটার টেকনোলজিস: রকেট ইঞ্জিনের মূল অংশগুলি বানাতে সাহায্য করেছে এই সংস্থা।

Enter text Here

লারসেন অ্যান্ড টাব্রো: রকেটের পুরো ব্যাবস্থাকে ইনটিগ্রেট করেছে এই সংস্থা। এছাড়াও ভিতরের চাপ পরীক্ষা করেছে।

গোদরেজ এরোস্পেস: হার্ডওয়ার ও লিকুইড প্রপালসান টেকনোনজি সরবরাহ করেছে এই সংস্থা।

টাটা অ্যাডভ্যান্স্ড সিস্টেম: চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বানিয়েছে এই সংস্থা।

হিন্দুস্তান এরোনটিক্স: ল্যান্ডারে মেকানিকাল সাপোর্টে সাহায্য করেছে।

বিএইচইএল: ১০০তম ব্যাটারি প্যাক ইসরোকে সরবরাহ করেছে এই সংস্থা।

ভারত ইলেক্ট্রনিকস: চন্দ্রযান-৩ এর পেলোড নিয়েছে এই সংস্থা।

মিশ্র ধাতু নিগম লিমিটেড: কোবাল্ট ও নিকেলের মতো ধাতু সরবরাহ করেছে এই সংস্থা।