Hindustan Times
Bangla

বৃহস্পতিবারে জন্ম? দেখুন কেমন আপনার ভাগ্য, গুণ, চরিত্র

জ্যোতিষ অনুযায়ী, জন্মবার ভাগ্যের চাকায় প্রভাব ফেলে। কোনও মানুষের গুণ-স্বভাব কেমন হবে, তাও নির্ধারণে বড় ভূমিকা নেয়। 

বৃহস্পতিবারের অধিপতি দেবগুরু বৃহস্পতি। এই বারে যাঁরা জন্মান, তাঁরা বুদ্ধিমান ও রোমাঞ্চ প্রিয় হয়ে থাকেন। 

বন্ধু ও পরিবারের ভালোবাসাই এঁদের জীবনের বড় পাথেয়। বিশ্বাস করা হয়, বৃহস্পতিবারে জন্ম হলে ভাগ্যবান হয়ে থাকেন। 

একটুতেই রেগে যান এরা। রাগের মাথায় নিয়ে ফেলেন ভুল সিদ্ধান্ত। নেতৃত্বদানের সহজাত ক্ষমতা এদের সবার থেকে আলাদা করে রাখে। 

ধর্মে বিশ্বাসী। তবে ধর্ম ভীরু নিন। যুক্তি-তর্কে সিদ্ধান্ত নেন। তাই মনের পাশাপাশি, মস্তিষ্ককেও কাজে লাগান। 

বৃহস্পতিবারে জন্ম হলে অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার একটা প্রবণতা থাকে। 

রোগ-ব্যাধির তেমন প্রকোপ এদের জীবনে থাকে না। 

এঁরা সঙ্গীকে খুশি রাখতে যাবতীয় স্বার্থ ত্যাগ করতেও প্রস্তুত। অ্যাডভেঞ্চার প্রিয়, সঙ্গীও তেমনটাই চান। 

সকলকে তুষ্ট করে চলার ব্যাপক ক্ষমতা এদের রয়েছে। নেতৃত্ব দিতে এঁরা অনেক বেশি পটু। ফলে যেকোনও উচ্চ পর্যায়ের দায়িত্বপূর্ণ পদ এরা সামলে নেয় খুব সহজে।