Hindustan Times
Bangla

প্রবল বন্যার কবলে চিন! এল ভয়ঙ্কর সব ছবি

গত শনিবার থেকে টানা তিন দিন ধরে প্রবল বৃষ্টিতে বানভাসি চিনের বহু এলাকা।

এর উপর টাইফুনের আঘাতেও বিপর্যস্ত বেজিং-সহ চিনের একাধিক এলাকা।

রাজধানী বেজিংয়ে ১১ জন মারা গিয়েছেন বন্যায়। নিখোঁজ বহু।

দক্ষিণ এবং উত্তর চিনে অস্বাভাবিক বৃষ্টিই এই বন্যার কারণ।  এমনই বলছেন বিশেষজ্ঞরা।

বহু বছর চিনে এমন মারাত্মক বৃষ্টি হয়নি।

প্রবল বন্যার কবলে চিন! এল ভয়ঙ্কর সব ছবি

টাইফুন দোকসুরির দাপটও আছড়ে পড়েছে উত্তর চিনের একাধিক শহরে। তাতেই বেড়েছে বিপদ

বন্যা কবলিত অঞ্চলের মানুষজনকে উদ্ধার করতে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

৫০ হাজারেরও বেশি মানুষকে ইতিমধ্যেই উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ এলাকায়।

চিনের পশ্চিমাঞ্চল বৃষ্টিপ্রবণ এলাকা। সেখানেই বৃষ্টি বেশি হয়

উত্তর চিনে এমন বৃষ্টি বিরল। তেমনই জানানো হয়েছে চিনের আবহাওয়া দফতর সূত্রে

চিনের বহু এলাকা থেকে শুরু করে রেল স্টেশন এখন জলের তলায়। 

উদ্ধারকাজেও আসছে বাধা। প্রকৃতি এই মুহূর্তে প্রতিকূলে

প্রবল বন্যা আর জলের দাপটে ধসে গিয়েছে রেললাইনের মাটি

রাস্তাঘাট আটকে গিয়েছে। ফলে সাধারণ মানুষের পক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মুশকিল

বহু জায়গাতেই পরিস্থিতি এত খারাপ, সাধারণ মানুষের কাছে খাবার জলটুকু নেই

ত্রাণ পৌঁছোনোর ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে

প্রায় ২০০০ যাত্রী বোঝাই দু’টি ট্রেন আটকে গিয়েছিল মাঝপথে

জানা গিয়েছে আরও এক ৮০০ যাত্রী সমেত ট্রেন আটকে রয়েছে জলমগ্ন রেললাইনে

বিপর্যয় কবে কাটবে সেই দিকে আপাতত চেয়ে রয়েছেন বেজিংবাসী।

তবে এখনই কোনও ভালো খবরের পূর্বাভাস দিতে পারছে না সে দেশের আবহাওয়া দফতর

জলস্তর নেমে ভোগান্তি কমার নয় এখনই, জানাচ্ছে চিনের প্রশাসন