By Sanket Dhar
Published 18 Feb, 2023
Hindustan Times
Bangla
কনফেশন ডে কীভাবে শুরু? জেনে নিন এর গোড়ার কথা
১৯ ফেব্রুয়ারি পালন করা হয় কনফেশন ডে।
এই দিন নিজের ভুল ত্রুটি স্বীকার করে নেওয়ার দিন। তাই দিনটির নাম কনফেশন ডে।
প্রিয় মানুষটিকে কেমন লাগে সেই নিয়ে কথা বলার দিন ১৯ ফেব্রুয়ারি।
দিনটির শুরু বহু কাল আগে। কনফেশনের ধারণা এসেছে খ্রিস্টধর্ম থেকে।
বাইবেল ধারণা কনফেশন। কনফেশনে নিজের দোষত্রুটি স্বীকার করে নিতে হয়।
কোনও ভুল করে থাকলে জনসমক্ষে বা লুকিয়ে কথাগুলি বলতে হয়।
দীর্ঘদিন লুকিয়ে রাখা কথাও এই দিন বলে ফেলা যায়।
প্রিয়জনকে মনের লুকোনো সত্যিটা জানালে সম্পর্ক অনেকটাই গভীর হয়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন