Hindustan Times
Bangla

দুর্ঘটনাস্থলে ওড়িশার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের রেলমন্ত্রী, কী বললেন

বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছোন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন রেলমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

দুর্ঘটনার কারণ নিয়ে কিছু বলেননি রেলমন্ত্রী। সকালেই ঘটনাস্থলে যান ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

অশ্বিনী বৈষ্ণব বলেন, 'এটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার উদ্ধার অভিযান পরিচালনা করছে। সম্ভাব্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে আহত যাত্রীদের'।

রেলমন্ত্রী আরও বলেছেন, 'গতকালই ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।'

উদ্ধারকার্য খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। 

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর পরিস্থিতি ততই ভয়াবহ হয়েছে। গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়। 

শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে।

এই সময় উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলিতে।