লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস, কীভাবে সংঘর্ষ বাঁধল ৩টি ট্রেনের? জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়।
এ দিন দুপুর ৩টে ২০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে করমণ্ডল এক্সপ্রেস। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালাসোর স্টেশনে। ৬টা ৫৫ মিনিট নাগাদ ট্রেনের ১৫টি কামরা বাহানগা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে পড়ে যায়।
দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে।
এই সময় উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলির।
রিপোর্ট অনুযায়ী, প্রথমে দুর্ঘটনার মুখে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস। সেই সময় অন্য লাইনে ছিল ডাউন যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। আপ করমণ্ডল এক্সপ্রেসের কোচের সঙ্গে এই আবহে ধাক্কা লাগে বেঙ্গালুরু থেকে আসা ট্রেনটির।
দুর্ঘটনার পর শনিবার সকালেও দুর্ঘটনাস্থলে চলেছে উদ্ধারকাজ। এখন প্রায় ৬৫০ জন বিভিন্ন হাসপাতালে ভরতি রয়েছেন। এদিন বেলা ১১টা নাগাদ রেলের মুখপাত্র অমিতাভ শর্মা জানান, উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, দুর্ঘটনায় ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এখন এই রেললাইন মেরামতির কাজ শুরু হবে।