ভারতের সঙ্গেই ১৫ অগস্ট কোন কোন দেশ পালন করে স্বাধীনতা দিবস?
১৫ অগস্ট মানেই স্বাধীনতা দিবসের উদযাপনের আনন্দে মাতোয়ারা হওয়ার দিন। এই তারিখে ভারত ছাড়াও বিশ্বে আরও বেশ কয়েকটি দেশে স্বাধীনতা দিবস পালিত হয়।
দেখে নেওয়া যাক, কোন কোন দেশে ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়।
বাহরিন: দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র বাহরিনের স্বাধীনতা দিবস ১৫ অগস্ট। ১৯৭১ সালে রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতায় ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটে এই দেশে।
কঙ্গো: কঙ্গোতে ফরাসি উপনিবেশের পতন ঘটে ১৯৬০ সালে। এই দেশের অগের নাম ছিল ফ্রেঞ্চ কঙ্গো। এই দেশটিতেও ১৫ অগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস। ১৯৩০ সালের পর দেশের নাম কঙ্গো হয়।
কোরিয়া:- চল্লিশের দশকে একই দিনে দু’ভাগ হয়েছিল কোরিয়া। জন্ম নিয়েছিল উত্তর এবং দক্ষিণ কোরিয়া। ভারতের বুকে যে দেশভাগের যন্ত্রণা রয়েছে এই দেশেও তা রয়েছে।
লিকটেনস্টাইন: ভারতেরই মতো লিকটেনস্টাইনও ১৫ অগস্ট স্বাধীনতা লাভ করে। ১৮৬৬ সালে তারা স্বাধীনতা লাভ করলেও, উদযাপন শুরু হয় ১৯৪০ সালে।
উল্লেখ্য, দেশ আজ পালন করেছে ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। এদিন জাঁকজমকের সঙ্গে পালিত হয়েছে এই দিনটি।
দেশজুড়ে এই বছরেও 'হর ঘর তিরঙ্গা ' উদ্যোগ নেওয়া হয়েছে।