By Sritama Mitra
Published 26 Jul, 2023
Hindustan Times
Bangla
রাঘবকে নিয়ে হইচই! মাথায় কাক বসা শুভ না অশুভ? জানুন শাস্ত্রমত
সংসদে এদিন AAP সাংসদ রাঘব চাড্ডার মাথায় কাক বসতে দেখা যায়। তা নিয়ে শুরু হয়ে হইচই।
এদিকে, সামনেই পরিণীতির সঙ্গে বিয়ে হওয়ার কথা সাংসদ রাঘব চাড্ডার। তার আগে তাঁর মাথায় কাকের ঠোক্কর!
মাথা কাক বসা শুভ না অশুভ তা নিয়ে রয়েছে বহু বিতর্ক। দেখে নেওয়া যাক শকুন শাস্ত্র কী বলছে?
কাক মাথা ছুঁয়ে চলে গেলে তা শুভ বলে মনে করা হয় না। এই ঘটনা ঘটলে জাতককে সতর্ক থাকতে বলা হয়।
কাক মাথা ছুঁয়ে চলে গেলে তা কোনও রোগের ইঙ্গিত দেয় বলেও মনে করা হয়। এতে লোকসানের আশঙ্কাও থেকে যায়।
কাক শরীরের অঙ্গ ছুঁয়ে গেলে তা শুভ বলে মনে করা হয়। শরীরে কাক বসলে তা অর্থলাভের ইঙ্গিত বলে মনে করা হয়।
এছাড়াও বলা হয়, কাকের বিষ্ঠা গায়ে লাগলে তা শুভ সংকেত হয় না। এতে আর্থিক ক্ষতির দিকটি জড়িত থাকতে পারে বলে মনে করা হয়।
এই শাস্ত্রীয় তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।