জ্বর হয়েছে, তাহলে কি ডেঙ্গি হল? তালিকা মিলিয়ে দেখে নিন রোগের উপসর্গ
জ্বর হলেই যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কেউ, বিষয়টা তেমন নয় মোটেও। তাই একনজরে দেখে নিন ডেঙ্গির উপসর্গগুলি কী কী-
ডেঙ্গির উপসর্গ: অন্যান্য অসুস্থতার (যে কারণে জ্বর, ব্যথা, ফুসকুড়ি হয়) সঙ্গে অনেক সময় ডেঙ্গির উপসর্গ গুলিয়ে যায়। সাধারণত ডেঙ্গির উপসর্গ কী কী হয়, তা দেখে নিন -
জ্বরের সঙ্গে চোখে ব্যথা (সাধারণত চোখের পিছনে হয়)
জ্বরের সঙ্গে পেশিতে ব্যথা
জ্বরের সঙ্গে হাড়ে ব্যথা
জ্বরের সঙ্গে বমি বমি ভাব/বমি
জ্বরের সঙ্গে মাথা যন্ত্রণা
জ্বরের সঙ্গে ফুসকুড়ি, শুধু জ্বর
ডেঙ্গির উপসর্গ সাধারণ দুই থেকে সাতদিন থাকে। অধিকাংশ মানুষ সপ্তাহখানেকের মধ্যে সেরে ওঠেন। তবে কারও যদি গুরুতর ডেঙ্গি হয়, তাহলে কয়েক ঘণ্টার মধ্যেই উপসর্গ মারাত্মক আকার ধারণ করতে পারে।
যদি আপনার ডেঙ্গির উপসর্গ দেখা দেয়, তাহলে অবিলম্বে চিকিত্সকের সঙ্গে যোগাযাগ করুন।
সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই খবর। যে কোনও ধরনের বিশেষ তথ্যের জন্য উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।