দুজনেই বাংলার কন্টেন্ট জগতে বেশ পরিচিত মুখ। জুটি বেঁধে তাঁদের যেমন বেড়াতে যেতে দেখা যায় বন্ধুদের সঙ্গে, তেমন তাঁরা একসঙ্গে একাধিক ভিডিয়োও বানান। সেই প্রেরণা সৈকত কি বিয়ে করলেন?
গত ৪ নভেম্বর থেকে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে প্রেরণা এবং সৈকতের বিয়ের ছবিতে।
এমনকি এই দুই কন্টেন্ট ক্রিয়েটর নিজেরাও বিয়ের ছবি পোস্ট করেছেন। লিখেছেন, 'ভেবেছিলাম সবার আগে আমরাই পোস্ট করব। কিন্তু ঠিক আছে।'
কিন্তু তাঁদের বিয়ের ছবি দেখে এখনও ধন্দ কাটছে না অনেকের। কেউ কেউ বিশ্বাস করছেন যে সত্যিই তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। কেউ আবার বলছেন এটা শ্যুট।
অনেকের মতেই যদি সত্যি বিয়ে হতো তাহলে কি গায়ে হলুদ, অধিবাস বা অন্যান্য অনুষ্ঠানের ছবি পোস্ট করতেন না তাঁরা?
যদিও বৃদ্ধির ছবি পোস্ট করেছেন প্রেরণা
কারও মতে দুই বেস্ট ফ্রেন্ড যদি গাঁটছড়া বাঁধে তাহলে তার থেকে ভালো আর কীই বা হতে পারে!
কিন্তু সত্যিটা আসলে কি সেটা প্রেরণা বা সৈকত কেউই বিশেষ খোলসা করে জানাননি। যদিও তাঁদের কিছু কাছের বন্ধু তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ফলে সবটা মিলিয়ে তাঁদের অনুরাগীদের মনে এখন অনেক প্রশ্ন।