By Priyanka Bose
Published 26 Jun, 2023
Hindustan Times
Bangla
ভগবান বিষ্ণুকে কেন 'নারায়ণ' বলা হয় জানেন?
ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে ভগবান বিষ্ণুকে মহাবিশ্বের রক্ষক হিসেবে পুজো করা হয়।
ভগবান বিষ্ণু লক্ষ্মীপতি, নারায়ণ সহ বিভিন্ন নামে পরিচিত।
সব নামের মধ্যে ভগবান বিষ্ণুর নারায়ণ নামটি সবথেকে বেশি জনপ্রিয়। কেন বিষ্ণুকে নারায়ণ বলা হয় জানেন?
পৌরাণিক কাহিনি অনুসারে, ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন।
নীর জলের প্রতিশব্দ। সংস্কৃত ভাষায় নীরকে কিছু বিশেষ পরিস্থিতিতে নরও বলা হয়।
যিনি ক্ষীর সাগরে থাকেন অর্থাৎ অতল জলের মানুষ। তাঁকে নারায়ণ বলা হয়।
পৌরাণিক কাহিনি অনুসারে দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে নারায়ণ বলে ডাকতেন।
ভগবান বিষ্ণু সৃষ্টির রক্ষক, যিনি দূঃখ দূরীকরণকারী। তাই তাঁকে হরিও বলা হয়।
এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য বিশ্বাসের আগে উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন