Hindustan Times
Bangla

ব্যবহার করা চা পাতা ফেলে দেন নাকি?

বাঙালি বাড়ি মানেই দিনে অন্তত ২-৩বার চায়ে চুমুক। ব্যবহার করা চা পাতাগুলি দিয়ে কী করেন?

চা পাতা এবার থেকে ভুলেও ফেলবেন না ডাস্টবিনে। দেখে নিন ব্যবহার হওয়া চা পাতা কত কাজে লাগানো যায়-

চা পাতা আপনি গাছের সার হিসেবে ব্যবহার করতে পারেন। তবে চিনি দিয়ে চা করলে চা পাতা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবেন।

টি-ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করুন। চোখের পাতায় রাখলে চোখের ফোলাভাব কমবে, কালো দাগ দূর হবে। 

 অনেকের জুতো থেকে গন্ধ বের হয়। পরিষ্কার ছোটো কাপড়ে  চায়ের পাতা রেখে তা জুতোর মধ্যে রাখুন।গন্ধ দূর।  হবে।

চা পাতা ৩০ মিনিট ভিজিয়ে সেই জল স্প্রে করে কাঠের আসবাব মুছুন। দেখবেন কেমন জেল্লা এসেছে। 

একটা বাটিতে ৩-৪টি টি-ব্যাগ রেখে ফ্রিজে রেখে দিন। দেখবেন কোনও দুর্গন্ধ থাকলে তা নিমেষে কমে যাবে।