Hindustan Times
Bangla

জানুন কোন কোন দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়

হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র হিসেবে ধরা হয়। প্রত্য়েক বাড়ির উঠোনে বা ছাদে তুলসী গাছ থাকেই। 

বিশ্বাস করা হয় যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। তাই তুলসীর পুজো করলে ভগবান বিষ্ণুর কৃপাও বজায় থাকে। 

বাস্তুশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। সঙ্গে এর ঔষধি গুণও অনেক। 

ধর্মীয় শাস্ত্র অনুসারে, প্রতিদিন তুলসী গাছের পুজো করা উচিত। তাতে জল দেওয়াও শুভ। তবে কিছু দিনে তুলসী গাছে জল দেওয়া অশুভ বলে মানা হয়।

আসুন জেনে নেই কোন কোন দিন তুলসী গাছে জল দেবেন না। 

রবিবার

ধর্মীয় বিশ্বাস অনুসারে রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। ছেঁড়া যাবে না পাতাও। 

একাদশী ও গ্রহণের দিন

একাদশী ও গ্রহণের সময়তেও তুলসী গাছে ল দেওয়া ঠিক নয়। ভুলেও ছিঁড়বেন না পাতা। 

তুলসী গাছ কখনো পূর্ব দিকে রোপন করবেন না। বিশ্বাস করা হয় এই দিকে তুলসী গাছ লাগালে আর্থিক সংকট আসতে পারে।  

বাস্তু অনুযায়ী, তুলসী গাছ শুধুমাত্র উত্তর ও উত্তর-পূর্ব দিকে লাগাতে হবে।