Hindustan Times
Bangla

দীপাবলী ২০২৪: আলোর উত্‍সবে নিরাপদ থাকতে কি করবেন, কি করবেন না?

নিজের ঘর সাজাতে এঁকে নিন রঙিন রঙ্গোলী

প্রিয়জনকে খুশি করতে এইদিনে দিয়ে দিতে পারেন পার্সোনালাইজড গিফট

রাস্তায় থাকা প্রাণীদের জন্য দীপাবলী একটি খারাপ উত্‍সব। তাই চেষ্টা করুন যথাসম্ভব কম শব্দবাজি ফাটাতে। বাইরে পাত্রে জল রাখুন 

বাজি ফাটলে তা থেকে হয় শব্দদূষণ ও বাযুদূষণ। তাই এই ধরণের 

উত্‍সব মানেই গান-বাজনা। তবে এই গান যেন আশেপাশের লোকজনের অসুবিধের সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখা উচিত

খাওয়া দাওয়া তো থাকবেই। কিন্তু অবশ্যই তা' শরীর-স্বাস্থ্য মেনে খাওয়া উচিত।