উত্তর পূর্বে মাদক পাচার নেটওয়ার্কের নেপথ্যে MBA গ্র্যাজুয়েট ! জাল নথিতে চলত কারবার
উত্তরপূর্বের দুই রাজ্য মিলিয়ে সদ্য ১০০ কেজি মাদক উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। অসমের গুয়াহাটি ও মণিপুরের ইম্ফলে ব্যাপক তল্লাশিতে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
তল্লাশির জেরেই ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, উত্তর পূর্বে মাদক পাচারের নেটওয়ার্কের মূল অভিযুক্ত একজন এমবিএ গ্র্যাজুয়েট।
জানা গিয়েছে, বিভিন্ন ভুয়ো নথি পেশ করে এই অভিযুক্ত উত্তরপূর্বে সিউডোএফিড্রিনের কারবার চালাত।
অভিযুক্ত আবদুল ওয়াকিল মিজোরামে একটি ভুয়ো দোকানের ঠিকানা দিয়ে এই কাজ চালাত। গোডাউন ও দোকানে তল্লাশিতে বহু জাল করা লেবেলও পেয়েছে এনসিবি।