বাংলা জুড়ে দুর্গাপুজো নিয়ে নানান দিকে সাজো সাজো রব। এরই মাঝে শাস্ত্র মতে বলা হচ্ছে, দশমীতে শুভ কিছু যোগ তৈরি হচ্ছে। একনজরে দেখা যাক, সেই যোগগুলি কী কী।
দুর্গাপুজোর মহাষষ্ঠী চলতি বছরে পড়েছে ২০ অক্টোবর। মহাসপ্তমী ২১ অক্টোবর, মহাঅষ্টমী পড়েছে ২২ অক্টোবর।
মহানবমী পড়েছে ২৩ অক্টোবর, বিজয়া দশমী ২৪ অক্টোবর।
শাস্ত্র বলছে, চলতি বছরে বিজয়া দশমীর দিন একটি নয় ২ টি পর পর শুভ যোগ পড়ছে।
২০২৩ বিজয়া দশমীর দিন ভোট ৬ টা ২৭ মিনিটে পড়ছে রবিযোগ। রবিযোগ শেষ হবে দুপুর ৩.৩৮ মিনিটে।
এছাড়া ২৪ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিট থেকে পড়ছে ২৫ অক্টোবর সকাল ৬ টা ২৮ মিনিট পর্যন্ত পড়বে এই যোগ।
দশমীর দিন বৃদ্ধি যোগ পড়বে ৩ টে ৪০ মিনিটে। আর তা থাকবে সারা রাত।
এই তথ্য মান্যতা নির্ভর, এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।