Hindustan Times
Bangla

আরজি কর কাণ্ড নিয়ে এখনও উত্তপ্ত বাংলার আবহ। তারই মাঝে মুখ্যমন্ত্রী যখন উৎসবে ফেরার নির্দেশ দিয়েছিলেন তখন অনেক শিল্পী, তারকারাই তার বিরোধিতা করেন। জানিয়েছিলেন তাঁরা রাত উৎসবে ফিরবেন না। 

কিন্তু দেখা গেল, বাস্তবে অনেকে ইতোমধ্যেই উৎসবের আমেজ ফিরে গেছেন। কিন্তু কারা তাঁরা? 

প্রথমেই বলা যাক সনাতন দিন্দার কথা। মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বললে তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেছিলেন। তবে এদিন তাঁকে বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের মণ্ডপ গড়ে উদ্বোধন করলেন। 

অন্যদিকে তালিকায় থাকবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম। তাঁর ছবি মুক্তি পাচ্ছে পুজোয়। তিনি এখন সেই ছবির প্রচারে ব্যস্ত। 

সোহিনী সরকারকেও জমিয়ে শাড়ি, গয়নার বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছে। 

বাদ যাননি লগ্নজিতা চক্রবর্তীও। তিনি উক্ত বাঘাযতীন ক্লাবের পুজোর উদ্বোধনে গিয়েছিলেন। এবার তিনি পুজোয় পারফর্ম করতে যাচ্ছেন দুবাই, অ্যাটলান্টা, নিউ জার্সি, শিকাগোতে। 

বং গাইকে ইতিমধ্যেই পুজো সংক্রান্ত ভিডিয়ো বানিয়ে ফেলতে দেখা গিয়েছে। তিনিও উৎসবে না ফেরার বার্তা দিয়েছেন। 

শ্রুতি দাস ওরফে ছোট পর্দার রাঙা বউ গতকাল তাঁর শ্বশুর বাড়ির দুর্গাপুজো নিয়ে পোস্ট করতেই তাঁকে কটাক্ষ করা হয়। তড়িঘড়ি পোস্ট ডিলিট করে দেন তিনি। তিনি জানিয়েছেন জামা না কিনলেও, উৎসবে না ফিরলেও বাড়ির পুজোয় থাকবেন।