Hindustan Times
Bangla

এবারের পুজোয় কী কী করবেন নিশ্চয় প্ল্যান হয়ে গিয়েছে? থিম পুজো তো আছেই। একটা দিন রাখুন বনেদি বাড়ির পুজোগুলোর জন্য। 

জেনে নিন কলকাতার কোন ৮ বনেদি বাড়ির পুজো না দেখলেই নয়। 

প্রথমেই বলি রামদুলাল ঠাকুরবাটির কথা। এই বাড়ির পুজো ছাতু বাবু লাটু বাবুর পুজো নামেই বিখ্যাত। 

এরপর আসি দর্জি পাড়ার মিত্র বাড়ির কথায়।

মানিকতলার সাহা বাড়িকেই বা কী করে বাদ দেওয়া যায়? 

জোড়াসাঁকোতে কিন্তু ঠাকুরবাড়ি ছাড়াও আছে দুটো দাঁ বাড়ি। আগে দেখে নিন দাঁ বাড়ি বন্দুকওয়ালা। 

তারপর ঠিক তার পাশের গলিতেই দেখে নিন আরেক দাঁ বাড়ির পুজো যা শিবকৃষ্ণ দাঁ বাড়ি নামেও বিখ্যাত। 

শোভাবাজার রাজবাড়ির পুজো তো কোনও ভাবেই মিস করা যাবে না। 

এছাড়া হারকুটির রায় ব্যানার্জি বাড়িও থাকবে এই তালিকায়। 

অবশ্যই দেখবেন পাথুরিয়াঘাটা রাজবাড়ির পুজোও।