By Simli Lahiri Dasgupta
Published 3 Nov, 2024
Hindustan Times
Bangla
বিষাক্ত বায়ু সতর্কতা: ঘরের বায়ুর গুণমান উন্নত করার ৫টি উপায়
ঘরের মধ্যে ধূমপান করবেন না
ঘরে রাখতে পারেন হাউসপ্ল্যান্ট। এগুলি প্রাকৃতিক বায়ু সংশোধনকারী হিসাবে কাজ করে ও বাতাস থেকে বিষাক্ত পদার্থ দূর করে
এসি ইউনিট এবং হিটিং সিষ্টেমে পুরোনো ফিল্টার প্রতিস্থাপন করলে বায়ুর গুণমান উন্নত হয়
বাড়িতে এয়ার পিউরিফায়ার রাখলে পরিষ্কার বাতাস শ্বাস নেওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারি।
নিয়মিত ঘর ভ্যাকুম করলে ধুলো, কিংবা অন্যান্য ময়লা থেকে অনেকটাই নিস্তার মেলে
আরও পড়ুন