Hindustan Times
Bangla

নগরায়ণের সঙ্গে প্রতিদিন বাড়ছে এয়ার কন্ডিশনারের চাহিদা

গাঙ্গেয় অববাহিকার মতো উষ্ণ ও আর্দ্র এলাকায় প্রবল দাবদাহে একটু স্বস্তির সন্ধানে মধ্যবিত্তের ঘরেও ঢুকে পড়েছে এয়ার কন্ডিশনার বা এসি 

কিন্তু এসির মূল সমস্যা হল ২টি। প্রথমত, এটি সরানো যায় না। তাই প্রতিটি ঘরের জন্য আলাদা এসি লাগাতে হয়। 

দ্বিতীয়ত, কোনও কারণে বিদ্যুৎ না থাকলে এসি চালানো প্রায় অসম্ভব। বিকল্প যে পদ্ধতি গুলি রয়েছে তা প্রবল ব্যয়বহুল। 

এই দুই সমস্যার সমাধান করে ফেলেছে ‘ইকো ফ্লো’ নামে একটি সংস্থা। তারা এমন পোর্টেবল এসি তৈরি করে ফেলেছে যা চলবে ব্যাটারিতে।

 আর সেটিকে যে কোনও জায়গায় নিয়েও যেতে পারবেন আপনি। এমনকী, বাড়ির বাইরে ক্যাম্পিংয়েও ব্যবহার করা যাবে এই এসি।

ইকো ফ্লো ওয়েভ টু নামে এই যন্ত্রটির পোশাকি নাম হিট পাম্প। বিশেষজ্ঞরা বলছেন, এই যন্ত্র বিপ্লব ঘটাতে চলেছে।

এসির সঙ্গে আছে একটি ব্যাটারি। এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে ৮ ঘণ্টা টানা চলে ইকো ফ্লো ওয়েভ টু। 

৫ মিনিটে ঘরের তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিতে পারে এই এসি। আবার শীতকালে ব্যবহার করা যায় রুম হিটার হিসাবেও।

কারেন্ট না থাকলে গাড়ির ব্যাটারি দিয়েও চালানো যায় এই এসি।