Hindustan Times
Bangla

কনুইয়ে পড়েছে কালচে ছোপ? কীভাবে দূর করবেন?

লেবু এবং মধুর স্ক্রাব: লেবু এবং মধু সমান পরিমাণ নিয়ে মিশিয়ে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন 

হলুদ এবং দইয়ের পেস্ট: ১ টেবিল চামচ হলুদ এবং ২ টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করে লাগান। এটি ত্বককে এক্সফোলিয়েট করে ত্বককে উজ্জ্বল করে 

বেকিং সোডা স্ক্রাব   বেকিং সোডা স্ক্রাব: বেকিং সোডা মৃত ত্বকের কোষগুলিকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। কালো দাগগুলিকে হালকা করে। : 

অ্যালোভেরা জেল: আক্রান্ত স্থানে এই জেল লাগান।  এতে ত্বকের রঙ হালকা হয়

নারকেল তেল ও লেবুর রস: নারকেল তেল ও লেবুর রস মিশিয়ে কনুইয়ে লাগিয়ে রাখলে সুরাহা মিলবে

বেসন স্ক্রাব: বেসন, হলুদ দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে লাগালে কনুইয়ের রঙ হালকা হবে 

শশা: শশা কুচি ঘষলে মিলতে পারে উপকার

পেঁপে ও মধুর মাস্ক: পেঁপে ঘষে নিয়ে তাতে মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন আর তা লাগিয়ে নিন কনুইয়ে। 

অলিভ অয়েল ও লেবু: লেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ লাগালে কালো ভাব দূরের পাশাপাশি ত্বকও নরম হবে