Hindustan Times
Bangla

লামিনে ইয়ামালের মাঠে নামা মানেই যেন নতুন কোনও রেকর্ড গড়া। 

ইউরো কাপের সেমি ফাইনালে ফ্রান্স বনাম স্পেন ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে স্পেন।

এই ম্যাচে পেলের রেকর্ড ভেঙে দিলেন লামিনে ইয়ামাল। মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে সর্বকনিষ্ঠ হিসেবে গোল করলেন তিনি।

২১ মিনিটের মাথায় লামিনে ইয়ামালের অনবদ্য গোল। এই গোলটিতেই তিনি ভেঙে দিলেন পেলের বিশ্বরেকর্ড। 

ইউরো কিংবা বিশ্বকাপের মতো মেজর টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করলেন ১৬ বছর ৩৬২ দিনের ইয়ামাল।

১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে পেলে গোল করেছিলেন ১৭ বছর ২৩৯ দিনের মাথায়। 

এদিন পেলের সেই নজির টপকে গেলেন ইয়ামাল। 

২০০০ সালের পর এই প্রথম ইউরো কাপে দূরপাল্লার কোনও শট থেকে গোল পেল স্পেন। সেই বার গোল করেছিলেন রাউল।

১৯৫৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালে পেলে খেলেছিলেন ১৭ বছর ২৪৪ দিনের মাথায়। 

লামিনে ইয়ামালের মাঠে নামা মানেই যেন নতুন কোনও রেকর্ড গড়া। 

সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এদিন মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে নেমে পেলের সেই রেকর্ডটিও ভাঙলেন ইয়ামাল। 

চলতি ইউরো কাপে তিনটি অ্যাসিস্টে নজর কেড়েছিলেন।