By Simli Lahiri Dasgupta
Published 11 Nov, 2024
Hindustan Times
Bangla
ওজন বেড়ে যাওয়া এখনকার দিনে একটি বড় সমস্যা। নানারকম খাবারের পাশাপাশি কিছু মশলা ডায়েটে রাখলে ওজন আয়ত্ত্বে আসতে পারে
দারুচিনি - এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ওজন কমাতে সাহায্য করে
আদা - এটি বারবার খিদে পাওয়া কমায় এবং হজমশক্তি বাড়ায়, ফলে ওজন কমতে সাহায্য করে
হলুদ - হলুদে থাকে কারকিউমিন যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে
কালো গোলমরিচ - এর মধ্যে থাকে পাইপেরিন যা ওজন হ্রাসের ক্ষেত্রে কাজ করে
সর্ষের বীজ - এতে রয়েছে ক্যালোরি বুস্ট করার ক্ষমতা
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন