By
Published 26 Jan, 2024
Hindustan Times
Bangla
২৫ জন মাধ্যমিক পড়ুয়ার ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল
স্কুলের গাফিলতিতেই ওই ২৫ জন পড়ুয়ার তথ্য মধ্যশিক্ষা পর্ষদ পর্যন্ত পৌঁছয়নি
এর ফলে অ্যাডমিট কার্ডও হাতে পায়নি ওই পড়ুয়ারা
পড়ুয়াদের অভিভাবকরা এই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হন
এর ফলেও মিলল হাতেনাতে, কোর্টের রায়ে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই
কোর্ট নির্দেশ দিয়েছে, মধ্য শিক্ষাবর্ষ যেন অবিলম্বে অস্থায়ী অ্যাডমিট কার্ড তৈরি করে দেয় ওই পড়ুয়াদের
মালদহের ভগবানপুরের কেবিএস স্কুল থেকে ৮৩১ জন মাধ্যমিক পরীক্ষায় বসছে
তবে ওই পড়ুয়াদের বিষয়ে গাফিলতির কারণে মোটা অংকের জরিমানা হয় স্কুল কর্তৃপক্ষের
আদালত নির্দেশ দিয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে