By Simli Lahiri Dasgupta
Published 11 Nov, 2024
Hindustan Times
Bangla
ব্রণর সমস্যা? তাহলে কিভাবে করবেন ত্বকের যত্ন? জেনে নিন
মৃদু ক্লিনজার: ময়লা ও তেল অপসারণ করতে সালফেটমুক্ত ক্লিনজার ব্যবহার করুন
স্যালিসিলিক অ্যাসিড এক্সফোলিয়েটর: এটি সপ্তাহে -২-৩ বার ব্যবহার করা ত্বকের জন্য উপকারী
টোনার: ত্বকের পি এইচ এর ভারসাম্য বজায় রাখার জন্য অ্যালকোহল মুক্ত টোনার ব্যবহার করুন
নিয়াসিনামাইড সিরাম: প্রদাহ কমায় ও সেবাম নিয়ন্ত্রণ করে
স্পট ট্রিটমেন্ট: ব্রণ থেকে হতে পারে স্পট তাই সেইদিকে খেয়াল রাখতে হবে
তেলমুক্ত ময়শ্চারাইজার: এটি হাইড্রেটেড রাখে
নন কমেডোজেনিক সানস্ক্রিন: অতিবেগুনী রশ্মির হাত থেকে রক্ষা করে
ক্লে মাস্ক: অতিরিক্ত তেল শোষণ করে ও ত্বককে ডিটক্সিফাই করে। তাই সপ্তাহে একদিন এটি ব্যবহার করুন
আরও পড়ুন