Hindustan Times
Bangla

সল্টলেকের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ফার্স্ট লুক! কিছু ঝলকেই লাগাচ্ছে তাক 

পূর্ব ভারতের প্রথম ওয়াার্ল্ড ট্রেড সেন্টার এবার কলকাতায়। ১৫০০ কোটি টাকা বিনিয়োগে সল্টলেক এলাকায় গড়ে ওঠার ঘোষণা আগেই হয়েছিল। 

সদ্য প্রকাশিত হয়েছে সল্টলেকের নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এলাকায় তৈরি হতে চলা এই বিল্ডিংয়ের ফার্স্টলুক।  

আশা করা যাচ্ছে, ৩০ হাজার কর্মসংস্থান হবে এখানে। ৩৫ লক্ষ বর্গ ফুট জমির উপর তৈরি হবে বিল্ডিং। এই বিল্ডিং গড়ে ওঠা নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে। মউ সাক্ষর নিয়ে বার্তা আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশন এবং মার্লিন গ্রুপের প্রতিনিধিদের উপস্থিতিতে আগেই স্বাক্ষরিত হয়েছিল মউ।

এই বিল্ডিং নির্মাণের সঙ্গে সঙ্গে কলকাতার বাণিজ্যিক ক্ষেত্রের আরও উন্নতি হবে।  এতে বিদেশি লগ্নি টানতে সুবিধা হবে বলে মনে করেন অনেকে।

এই বিল্ডিংয়ের হাত ধরে যদি রাজ্যে দেশ বিদেশের লগ্নি টানতে সাফল্য মেলে, তাহলে তা রাজ্যের কর্মসংস্থানে জোরালো প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।