By Suman Roy
Published 1 May, 2023
Hindustan Times
Bangla
গলায় মাছের কাঁটা আটকেছে? ঝট করে নামাবেন কীভাবে
গলায় মাছের কাঁটা আটকালে কী করবেন? কীভাবে সহজে কাঁটা নামাবেন?
গলায় কাঁটা আটকে গেলে তা নিয়ে অস্বস্তির চরম হয়। সেই কাঁটা গলা থেকে নামানোর জন্য অনেকে অনেক কিছু করেন।
কেউ ঢক ঢক করে জল খান। কেউ বা শুকনো মুড়ি খান। কিন্তু তাতেও নামে না কাঁটা।
সেক্ষেত্রে কী কী করতে পারেন? কীভাবে নামাবেন এই কাঁটা?
লেবুতে নুন মাখিয়ে চুষে চুষে সেই রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
ভাতের ছোট ছোট বল বানিয়ে নিন। তারপর জল দিয়ে গিলে ফেলুন। চিবিয়ে খেলে কাঁটা নামবে না।
হালকা গরম জলের সঙ্গে অল্প নুন মিশিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে তাড়াতাড়ি নেমে যাবে।
কলা খান, কলা খেলে কাঁটা খুব সহজে নেমে যায়।
জলের সঙ্গে সামান্য ভিনিগার মিশিয়ে খান। কাঁটা গলে নেমে যেতে পারে।
কিছুটা অলিভ অয়েল কাঁচা খেয়ে নিন। তাতে কাঁটা নেমে যাবে।
এক গ্লাস কোলা জাতীয় পানীয় খান। তাতেও নেমে যেতে পারে কাঁটা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন: