By Swati Das Banerjee
Published 28 Oct, 2024
Hindustan Times
Bangla
আকৃতিতে ছোট হলেও এই ৫ প্রাণী ভীষণ শক্তিশালী
ব্ল্যাক মাম্বা: একটি আঙুলের সমান আয়তনের এই সাপ যেমন জোরে চলাচল করে, তেমনই এটি ভয়ানক বিষধর
গোবরে পোকা: এই ছোট্ট পোকাটি ১ হাজার গুণ ভারী, ওজন বইতে পারে
পাতা কাটা পিঁপড়ে: শরীরে তুলনায় হাজার গুণ বড় পাতা বয়ে নিয়ে যাবার ক্ষমতা রাখে এই প্রাণী
লাল ক্যাঙ্গারু: এই প্রাণীটি ৩ মিটার পর্যন্ত লাফাতে পারে এবং একসঙ্গে অনেক দূর পর্যন্ত যেতে পারে
পিঁপড়ে: আয়তনে ছোট হলেও কয়েক লাখ পিঁপড়ে একত্রিত হলে বইতে পারে ৫০ গুন ভারী ওজনও
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন