Hindustan Times
Bangla

দিল্লির বায়ু দূষণের মাত্রা যে সত্যি উদ্বেগ জনক, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আগামী কয়েক বছরে দিল্লি আদৌ বাসযোগ্যের তালিকায় থাকবে কিনা, সেটা নিয়েও সন্দেহে রয়েছেন পরিবেশবিদরা

দিল্লির স্থায়ী বাসিন্দারা যারা দিল্লি থেকে অন্য কোথাও যেতে পারবেন না, তাদের জন্য রইল এমন পাঁচ হিল স্টেশনের ঠিকানা যা কিছুদিনের জন্য হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে সাহায্য করবে দিল্লীবাসীকে।

কৌশানি: উত্তরাখণ্ডের এই হিল স্টেশন দিল্লি থেকে খুব একটা দূরে নয়। কৌশানির স্নিগ্ধ বাতাস আপনাকে স্বস্তির নিঃশ্বাস নিতে সাহায্য করবে। 

নৈনিতাল: সবুজে মোড়া পাহাড়, সুন্দর হ্রদ, বিশুদ্ধ বাতাস আপনি পাবেন শুধুমাত্র নৈনিতালে এলেই। এটিও দিল্লি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত।

ল্যান্স ডাউন: বিশুদ্ধ বাতাসের ঘ্রাণ যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে উত্তরাখণ্ডের ল্যান্স ডাউনে।

নাহান: হিমাচল প্রদেশে অবস্থিত এই অসাধারণ স্থানটি কোলাহল বিহীন এমন একটি জায়গা যেখানে আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। 

খাজিহার: ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয় এই স্থানটিকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দূষণহীন পরিবেশে কিছুটা সময় কাটাতে পারবেন আপনি।