Hindustan Times
Bangla

CSK vs RCB IPL 2025: চেন্নাই ম্যাচে এই ৫টি দুরন্ত মাইলস্টোন ছুঁতে পারেন কোহলি

চিপকে সিএসকের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে ৫টি অনবদ্য নজির গড়তে পারেন বিরাট কোহলি।

১. চেন্নাইয়ের বিরুদ্ধে ৫৫ রান করলে টি-২০ কেরিয়ারে ১৩ হাজার রানের মাইলস্টোন ছোঁবেন বিরাট।

২. চিপকে মাত্র ৫ রান করলে ধাওয়ানকে (১০৫৭) টপকে চেন্নাইয়ের বিরুদ্ধে সব থেকে বেশি রান সংগ্রহকারীতে পরিণত হবেন কোহলি (১০৫৩)।

৩. চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৮ রান করলে টি-২০ ওপেনার হিসেবে ৫০০০ রানের মাইলস্টোন ছোঁবেন কোহলি।

৪. শুক্রবার চিপকে ৯টি চার মারলে এশিয়ার মাটিতে টি-২০ ক্রিকেটে ১০০০ চার মারার নজির গড়বেন বিরাট।

৫. চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে ৪টি ক্যাচ ধরলে এশিয়ার মাটিতে টি-২০ ক্রিকেটে ১৫০টি ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করবেন কোহলি।

ক্লিক করুন

caco88