By Swati Das Banerjee
Published 21 Oct, 2024
Hindustan Times
Bangla
দামি সুগন্ধি নয়,এই ৫ উপায়ে ঘরকে করে তুলুন সুগন্ধময়
বাড়িতে যদি দুর্গন্ধ ছড়ায়, তাহলে অতিথিরাও আসবে না বাড়িতে
এই ৫ উপায়ে নিজের বাড়িতে সব সময় করে তুলুন সুগন্ধিময়
সুগন্ধি মোমবাতি: প্রাকৃতিক ওয়াক্স মোমবাতি জ্বালান, যাতে এসেনশিয়াল অয়েলের সুগন্ধ থাকে
Enter text Here
বাতাস চলাচল: বাড়ির জানলা খুলে রাখুন জাতি প্রাকৃতিক বাতাস ঢুকতে পারে
খোলামেলা ঘরে থাকে না কোনও বাজে দুর্গন্ধ
ফেব্রিক ফ্রেশনার: পর্দায় বা বিছানার চাদরে স্প্রে বোতল দিয়ে ছড়ান সুগন্ধি
এই সুগন্ধি ছড়ালে দীর্ঘক্ষন আপনার ঘরে সুগন্ধ থাকে
এসেন্সিয়াল অয়েল ডিফিউজার: এই যন্ত্রটি ব্যবহার করুন আপনার পছন্দের সুগন্ধি ছড়িয়ে দিতে
সুগন্ধি হিসেবে ব্যবহার করতে পারেন ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস বা সাইট্রাস
গাছ: সুগন্ধি ফুল যুক্ত গাছ রাখতে পারেন ঘরের মধ্যে, যা সুগন্ধ ছড়াবে ঘরের মধ্যে
Enter text Here
বেছে নিতে পারেন জুঁই, গাঁদা বা অন্য কোনও ফুলকে
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন