By Ratul Guha
Published 27 Jan, 2024
Hindustan Times
Bangla
৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে ফ্লিপকার্ট কোম্পানির নিয়ে নতুন পরিকল্পনাও সামনে এল
ওয়ালমার্ট-মালিকানাধীন ফ্লিপকার্ট তার মোট কর্মচারীর প্রায় ৫ শতাংশ ছাঁটাই করতে প্রস্তুত
বেঙ্গালুরু-ভিত্তিক ই-কমার্স জায়ান্ট কোম্পানিটিতে বর্তমানে প্রায় ২২ হাজার লোক কর্মরত
রিপোর্ট অনুসারে, ফ্লিপকার্ট প্রতি বছর কর্মক্ষমতা বাড়াতে ও কোম্পানির খরচ কমাতে কর্মী ছাঁটাই করে থাকে
ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি কর্মীদের সঙ্গে একটি টাউন হলে মিলিত হয়ে কোম্পানির উন্নতির কথা জানান
ফ্লিপকার্টের সম্প্রতি গ্লসারি ব্যবসায় সাড়া জাগানো উন্নতি করে বলে রিপোর্টে উল্লেখ করেছে তারা
ফ্লিপকার্টের মোবাইল অ্যাপ ব্যবসাও এখন অর্থ উপার্জন করতে শুরু করেছে
ইতিমধ্যে, ফ্লিপকার্টের ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) প্রকল্পটি নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে
সংস্থাটি ফ্লিপকার্টের ইউপিআই পরীক্ষা করছে, যাতে গ্রাহকরা কেনাকাটা পর সরাসরি সময় পেমেন্ট করার সুবিধা পান
UPI এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, Amazon-এর সমস্ত কেনাকাটার প্রায় ৪৫ শতাংশ Amazon Pay UPI ব্যবহার করে হয়