Hindustan Times
Bangla

এই ৫ পানীয় পেট ভরে খান! পেটের জেদি মেদ গলবে হু হু করে

ওজন কমানো নিঃসন্দেহে চ্যালেঞ্জিং কাজ। তবে ঘরে তৈরি এই পানীয়গুলো দিয়ে যেমন আপনি খিদে মেটাতে পারবেন, তেমনই আবার কমাতে পারবেন অতিরিক্ত ওজনও। 

PEXELS

জেদি পেটের মেদ কমাতে ৫টি ঘরে তৈরি পানীয়ের খোঁজ দেওয়া হল:

PEXELS

লেবু ও মধুর জল- সকালে এই ভিটামিন সি-বুস্টিং পানীয়টি পান করুন। এটি লিভারকে উদ্দীপিত করতে এবং চর্বি পোড়াতে সহায়তা করে। 

PEXELS

গ্রিন টি- ক্যাটচিন সমৃদ্ধ, গ্রিন টি বিপাক বাড়ায়, চর্বি পোড়াতে সহায়তা করে। 

PEXELS

শসা এবং পুদিনার ডিটক্স ওয়াটার- শসা এবং পুদিনা ভেজানো জল, শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দেয়। য হজমে সহায়তা করে। যার প্রভাব পড়ে ওজন নিয়ন্ত্রণেও। 

PEXELS

হলুদ দুধ- দুধে হলুদ মিশিয়ে পান করলে, তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।এই দুধে সামান্য দারুচিনি গুঁড়ো দিন। যা ইনসুলিনের মাত্রার ভারসাম্য বজায় রাখে। এবং চর্বি গলাতে সহায়তা করে। 

PEXELS

বাটার মিল্ক- এই পানীয়টি হজমে উৎসাহ দেয়, আর এতে থাকা ভিটামিন বি 12 খাবারের থেকে পুষ্টি শোষণে সাহায্য করে। এবং এই পানীয় আপনাকে সক্রিয় রাখতে সহায়তা করে। 

PEXELS

caco88