Hindustan Times
Bangla

বলিউডের কোন কোন পরিচালক পরিচালনার পাশাপাশি মন দিয়েছেন অভিনয়েও, দেখে নিন তালিকা। 

ফারহান আখতার পরিচালক হিসেবে যেমন খ্যাতি অর্জন করেছেন। তেমনি অভিনয় হিসেবেও নজর কেড়েছেন রক অন, দিল চাহতা হ্যায়র মতো ছবিতে। 

অনুরাগ কাশ্যপ একজন দুর্দান্ত পরিচালক তো বটেই। তিনি আকিরা ছবিতে অভিনয় করেও নজর কেড়েছিলেন। 

করণ জোহর দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, বম্বে ভেলভেট সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। 

তিগমাংশু ধুলিয়া পরিচালক হওয়া সত্বেও গ্যাংস অব ওয়াসিপুর, শহীদের মতো ছবিতে অভিনয় করেছেন। 

সত্যাগ্রহ, জয় গঙ্গাজল ছবিতে অভিনয় করেছিলেন পরিচালক প্রকাশ ঝা।

কঙ্কনা সেনশর্মা যেমন দক্ষ অভিনেত্রী, তেমনি পরিচালক। 

রেহনা হ্যায় তেরে দিল ম্যায় ছবির পরিচালক গৌতম মেনন অভিনয় করেছিলেন লিও ছবিতে। 

পরিচালনার পাশাপাশি মহেশ মাঞ্জরেকর কাঁটে ছবিতে অভিনয় করেন প্রথম। এরপর একাধিক প্রজেক্টে অভিনয় করেছেন তিনি। 

অমল গুপ্তা একাধিক ছবি বানানোর পাশাপাশি অভিনয় করেছেন সিংঘম রিটার্নস, মুম্বই সাগার মতো ছবিতে। 

caco88