By
Published 10 Jan, 2024
Hindustan Times
Bangla
শীতের খুশকি, শুষ্কতা গায়েব হবে এই ফলের রস চুলে দিলে! জানুন কীভাবে লাগাবেন
শীতে অনেকেই চুল পড়া, খুশকি নিয়ে সমস্যায় পড়েন। আর এর থেকে মুক্তি দিতে পারে আপনাকে ফলের রস।
শ্যাম্পু করার আগে ৩০-৪৫ মিনিট লাগিয়ে রাখুন এই মাস্ক। চুলকে করবে নরম। রাখবে সিল্কি। সপ্তাহে ১-২ দিন লাগাতে পারেন ফলের মাস্ক।
চুলে মধু, অলিভ অয়েল আর মধু দিয়ে তৈরি প্যাক লাগান। ৩০ মিনিট পর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন।
ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু চুলের জন্য খুব উপকারী। কমলার রসে মধু ও দই মিশিয়ে নিন লাগান চুলে।
আপেল ব্লেন্ড করে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। আপনার চুল সিল্কি রাখতে সাহায্য করবে এই হেয়ার মাস্ক।
কলা চটকে সেই পাল্পের সঙ্গে মধু ও নারকেল তেল মিশিয়ে লাগান। এটিও খুব উপকারী।
কিউয়ির পাল্পের সঙ্গে পেঁয়াজের রস ও অলিভ অয়েল মিশিয়ে চুলে ম্যাসেজ করুন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন