Hindustan Times
Bangla

গণেশ পুজো ২০২৩: তারিখ, তিথি দেখে নিন একনজরে 

শাস্ত্র মতে, গণেশকে পুজো অর্পণ করে তবেই শুরু করা হয় অন্যান্য দেবদেবীর পুজো। গণেশের আরাধনায় মেলে সমৃদ্ধি। সামনেই রয়েছে গণেশ চতুর্থী। একনজরে দেখে নেওয়া যাক, গণেশ চতুর্থী ২০২৩ সালের পুজোর তারিখ, সময়, তিথি। 

২০২৩ সালের গণেশ চতুর্থী পড়ছে ১৯ সেপ্টেম্বর। মঙ্গলবার পড়েছে বিঘ্নহর্তার পুজো।  

চতুর্থীর তিথি পড়ছে রাত ১০ টা ৩০ মিনিট ২২ সেকেন্ড থেকে। আর তা থাকবে ১৯ সেপ্টেম্বর  রাত ১০ টা থেকে ৫৪ মিনিট পর্যন্ত ।

গণেশ চতুর্থীর মাহেন্দ্র যোগ পড়ছে রাত্রি ৭টা ৪১ মিনিটে।  উল্লেখ্য, মহারাষ্ট্রে এই উৎসব ধুমধাম সহকারে পালন করা হয়। যদিও কলকাতাতেও এই পুজোর উদযাপন দেখা যায়।

গণেশ পুজো ১০ দিন ধরে পালন করা হয়। ১৯ সেপ্টেম্বর এই পুজো শুরু হলেও ১০ দিন ধরে তা চলবে। অনন্ত চতুর্দশীর দিন এই পুজো সমাপন হবে।

গণেশ দেবতার মূর্তি স্থাপনেরও কিছু উপায় রয়েছে। গণেশ দেবতার মূর্তি ভুল করেও দক্ষিণ-পশ্চিম দিকে স্থাপন করতে পারবেন না।

গণেশের মূর্তি স্থাপন করার সময় খেয়াল রাখবেন, তা যেন দরজার দিকে মুখ হয়। এতে গৃহ মঙ্গল আসে।

মনে করা হয়, গণেশের শুঁড় যদি বামদিকে থাকে, তাহলে সেই মূর্তি স্থাপন সবচেয়ে শুভ।

গণেশের প্রসাদ হিসাবে মোদক অর্পণ সবচেয়ে বেশি লাভজনক। এতে ঘরে আসে শান্তি। এছাড়াও গণেশকে প্রসাদে দেওয়া হয় লাড্ডু।