Hindustan Times
Bangla

Gardening Tips: গরম পড়লেও, গোলাপ গাছ ভরে থাকবে ফুলে, নিন এই বিশেষ যত্ন

শীতকালে বাড়িতে শখ করে গোলাপ গাছ লাগান অনেকেই। তবে গরম পড়তে না পড়তে মারা যেতে শুরু করে সেগুলি। 

কিন্তু বিশেষ কিছু টিপস মাথায় রেখে চললেই আর পড়তে হবে না এই সমস্যাতে। 

গরমের সময় সবার আগে গোলাপ গাছগুলিকে ছাওয়ায় সরিয়ে আনুন। যাতে সকালের হালকা রোদ পড়লেও, দুপুরের কড়া রোদ ছুঁতে না পারে গাছকে। 

গরমের সময় পোকা-মাকড়ের আক্রমণ একটু বেশিই হয়। তাই অবশ্যই স্প্রে করুন কীটনাশক। 

সকাল ও বিকেল আপনার গোলাপ গাছগুলোকে স্নান করিয়ে দিন। 

গাছের মাটিতেও দিনে দু বার জল দেবেন। কারণ এই গরমের সময় মাটিতে জলের অভাব ঘটলেই, গাছ ঝিমিয়ে যেতে পারে। 

গরমের সময় খুব ভারী খাবার গোলাপ গাছে না দেওয়াই ভালো। এর চেয়ে বাড়িতে সবজির খোসা ভেজানো তরল সার তৈরি করে, অথবা মিশ্র সার প্রতি মাসে ১ মুঠো করে গাছের মাটিতে দিন। 

গাছের মাটিতে গরমকালে খোল ভেজানো সার দেবেন না। 

caco88