Hindustan Times
Bangla

এখানে বেড়াতে গেলে লাল কালি দিয়ে কিছু লিখবেন না! হতে পারে বিরাট বিপদ

এই দেশে লাল রঙের কালি দিয়ে কিছু লিখলেই বিপদ! কেন জানেন?

নানা রঙের কালি লেখার জন্য ব্যবহার হয়ে থাকে। কিন্তু একটি দেশ রয়েছে যেখানকার মানুষ লাল কালির লেখা দেখলে ভয় পেয়ে যান।

সর্বত্রই নীল বা কালো দিয়ে লেখাপত্র বেশি হয়। লাল কালি দিয়ে বিশেষ কিছু লেখা হয় বা শিক্ষকদের কাজে লাগে। 

কিন্তু লাল কালি একটি দেশে কার্যত মানুষের কাছে আতঙ্কের আর এক নাম। লাল কালির লেখা তাঁরা একেবারেই ভালো চোখে নেন না। 

এই দেশটি হল দক্ষিণ কোরিয়া। সেখানে কেন লাল কালির পেনে এত ভয়? 

দক্ষিণ কোরিয়ার মানুষ বিশ্বাস করেন লাল কালি দিয়ে শুধু মৃত মানুষের নাম লেখা যায়। বা এমন কারও যিনি অবধারিত মরতে চলেছেন।

লাল রং ছবি আঁকা বা বাড়ি রং করার মতো কাজে অবশ্য লাল রং ব্যবহার হয়। কিন্তু লেখা প্রায় হয়ই না। 

তাই দক্ষিণ কোরিয়ায় ঘুরতে গেলে লাল কালির পেন সঙ্গে না রাখাই ভালো।