By Tulika Samadder
Published 24 Mar, 2025
Hindustan Times
Bangla
বাড়ছে না মানিপ্ল্যান্ট গাছ? জলের সঙ্গে মেশান এই বিশেষ জিনিস, দিন গাছে
মানিপ্ল্যান্টের জন্য মাঝে মাঝে দুধ জল ব্যবহার করা যেতে পারে, যা গাছের জন্য একটি প্রাকৃতিক সার হিসেবে কাজ করে।
Video Credits: Pexels
সঙ্গে এটি গাছের সামগ্রিক স্বাস্থ্যেও বেশ ভালো প্রভাব ফেলে।
Photo Credits: Pexels
দুধ মানিপ্ল্যান্ট গাছকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে।
Photo Credits: Pexels
সঙ্গে দুধে থাকা ক্যালসিয়াম গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে।
Photo Credits: Pexels
মানিপ্ল্যান্টের পাতাও চকচকে হয় দুধ আর জল মিশিয়ে স্প্রে করলে।
Photo Credits: Unsplash
দুধ এবং জল মিশিয়ে, সেই মিশ্রণটি মানিপ্ল্যান্টে দিন। পাতায় যেমন স্প্রে করতে পারেন, তেমন দিতে পারেন মাটিতেও।
Photo Credits: Pexels
সপ্তাহে একবার ১ চামচ দুধ, ১ মগ জলে গুলে দিলেই হবে।
Photo Credits: Pexels
আরও ওয়েব স্টোরিজের জন্য
Photo Credits: Pexels
ক্লিক করুন
caco88