Hindustan Times
Bangla

বাড়িতে সোনার গয়না কোনদিকে রাখছেন তার ওপরেও কিন্তু নির্ভর করছে সুখ স্বাচ্ছন্দ্য! বলছে বাস্তুমত।

শুধু সোনা কোনদিকে রাখছেন তাই নয়, সোনা কীভাবে পরছেন তাতেও নির্ভর করে ভাগ্য।

বলা হচ্ছে সোনার দামী গয়না আলমারিতে বাড়ির দক্ষিণ দিকে রাখলে তা শুভ ফল দেয়।

সোনার লকেট বা সরু সোনার চেন পরলে সংসারে দাম্পত্য কলহ মিটে যাওয়ার দিকে যায়। বলছে শাস্ত্র মত।

সোনার লকেট থাকলেও তা দাম্পত্য কলহকে কমতির দিকে নিয়ে যায়।

এছাড়াও কাদে কর্মে আত্মবিশ্বাস বাড়াতে সোনা পরা খুবই শুভ বলে মনে করা হয়।

অনামিকাতে সোনা পরলে বৃহস্পতি তুঙ্গে থাকে। জীবনে সাফল্য আনতে ও  সমস্যা দূর করতে সাহায্য করে।

সোনা বাড়ির কোন জায়গায় থাকছে তাও গুরুত্বপূর্ণ। ফলে সোনা রাখতে হলে লকারটি যেন সিঁড়ির তলায় না থাকে।

মাকড়সার জাল যেখানে আছে, সেখানে বা তার আশপাশে সোনা না রাখা ভালো।