By Laxmishree Banerjee
Published 15 Nov, 2024
Hindustan Times
Bangla
ভুলেও গুগলে সার্চ করবেন না এই লাইন, ছিনতাই হয়ে যাবে।
আজকাল, সাইবার প্রতারকরা, নতুন নিয়মে ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করছেন।
গুগলে একবার ভুল করে এই লাইন করলেই সার্চ করলেই হ্যাকারদের ফাঁদে পড়ে যাবেন।
এই লাইনটি হল আর বেঙ্গল ক্যাটস লিগ্যাল ইন অস্ট্রেলিয়া (Are Bengal Cats legal in Australia)।
এটা সার্চ করে ব্যবহারকারীরা ফলাফলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়ে যায়।
এখন হ্যাকাররা আসলে এসইও পয়জনিং করছে।
সার্চ ফলাফলে স্ক্যাম ওয়েবসাইটগুলি এনে ব্যবহারকারীদের প্রতারণা করা হচ্ছে।
এ ধরনের লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীর কম্পিউটার হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবেন।
তাই প্রভাবিত ব্যবহারকারীদের অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন