ধীরকে নিয়ে শীতের ছুটি কাটানোর নানান মুহূর্ত পোস্ট করেছেন গৌরব-ঋদ্ধিমা।
দার্জিলিং অবশ্য গৌরব-ঋদ্ধিমার বড়ই প্রিয় শহর, প্রতিবছরই একবার করে দার্জিলিং বেড়াতে চলে যান এই দম্পতি।
বেড়াতে যাওয়ার ছবিগুলি পোস্ট করে গৌরব লিখেছেন, ‘আমাদের ছোট্ট পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষ, দার্জিলিং-এর জাদুতে ঘেরা—এটা আমাদের খুবই সুখের জায়গা!’
দার্জিলিং-এর ছবিগুলি পোস্ট করে গৌরব লিখেছেন, 'আমরা যখন পাহাড়ের উপরে সূর্যোদয় দেখি এবং চায়ের কাপে চুমুক দিই, আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়। এই জায়গাটি আমাদের অনেক স্মৃতি আছে। এখানে থেকে ২০২৫এর শুরু হওয়াটা আমাদের কাছে খুবই স্পেশাল।
গৌরব-ঋদ্ধিমা সম্প্রতি তাঁদের ৭ বছরের বিবাহ-বার্ষিকী উদযাপন করেছেন। সেই উদযাপনে হিমাচল প্রদেশ বেড়াতে গিয়েছিলেন তাঁরা।