By Laxmishree Banerjee
Published 6 Apr, 2024
Hindustan Times
Bangla
আপনিও কি চুলে তেল দেন না! এতে চুলের কী কী ক্ষতি হতে পারে, জানেন?
আজকাল অনেকেই চুলে তেল লাগাতে পছন্দ করেন না।
চুলে তেল না লাগালে চুল প্রয়োজনীয় পুষ্টি পায় না, যা অনেক ধরনের ক্ষতি করতে পারে।
দীর্ঘদিন চুলে তেল না লাগালে চুল শুষ্ক হয়ে যেতে পারে।
শুষ্ক হওয়ার কারণে চুল পড়ে। অতিরিক্ত চুল পড়ার কারণে টাক পড়ার সমস্যা দেখা দিতে পারে।
আর্দ্রতা ক্ষয় হতে শুরু করে, যার কারণে চুল দুর্বল হতে শুরু করে।
চুলে তেল না লাগার কারণে মাথার ত্বকে চুলকানি ও ফুসকুড়ির সমস্যাও দেখা যায়।
কখনও কখনও মাথার ত্বক অর্থাৎ চুলের গোড়া শুকিয়ে যায় এবং চুলে ক্রাস্ট তৈরি হয়। এই ক্রাস্ট খুশকিতে রূপ নেয়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন