By Sanket Dhar
Published 23 Mar, 2023
Hindustan Times
Bangla
বর বউয়েরও রয়েছে নানা রকমফের, আপনি কোন দলে জানেন কি
বৈবাহিক সম্পর্ক কখনও মধুর হয়, কখনও বা টকঝাল। অনেক সময় শুধুই মানিয়ে চলা।
একেক কাপলের সম্পর্ক একেকরকম হয়। কখনও সম্পর্ক বেশ ভালো হয়, কখনও বা আলগা।
আমেরিকান মনোবিদ জন গটম্যান বলছেন, পাঁচরকমের দম্পতি হয় আদতে।
বোঝাপড়া ভালো: এমন দম্পতিদের বোঝাপড়া বেশ ভালো হয়। কোনও সমস্যা হলে আলোচনা করে সমাধান করেন দুজনে।
আবেগী: এই ধরনের দম্পতিরা খুব আবেগী। এরা বড় সমস্যা হলে সহজে বেরিয়ে তার থেকে আসতে পারেন না।
নির্বিবাদী: বিবাদ এড়াতেই ভালোবাসেন এই ধরনের দম্পতিরা। কোনও ঝগড়ার আঁচ পেলেই এড়িয়ে যান সে কথা।
নিজেকেই গুরুত্ব: এই ধরনের দম্পতির মধ্যে বিবাদ বেশি হয়। কোনও সমস্যা হলেই নিজের কথাকেই বেশি গুরুত্ব দেন।
অল্পেই ঝগড়া: এঁদের ছোটখাটো বিষয় নিয়ে খিটিমিটি লেগেই থাকে। সম্পর্কে কোনও বোঝাপড়া থাকে না।
ক্লিক করুন