শুরু হচ্ছে ভ্যালেনটাইন সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি রোজ ডে (Rose Day) বা গোলাপ দিবস।
এদিন গোলাপ উপহার দেওয়া হয়। কিন্তু এক এক রঙের গোলাপের এক এক মানে। সেটি জেনেই দিন গোলাপ উপহার।
কোন রঙের গোলাপের কী মানে, জেনে নিন এখান থেকে।
লাল গোলাপ: সবচেয়ে জনপ্রিয় হল লাল গোলাপ। প্রেমের চিহ্ন এই রঙের গোলাপটি। এই রঙের গোলাপ কাউকে দেওয়া মানে, তাঁকে ভালোবাসা জানানো।
গোলাপি গোলাপ: কারও প্রশংসা করতে চান? তাহলে এই দিনে তাঁর হাতে দিন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক।
ল্যাভেন্ডার গোলাপ: এই গোলাপটি বেশ বিরল। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ এটি দেওয়ার মানে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।
কমলা গোলাপ: কাউ প্রচণ্ড চাইছেন? তাহলে এটি দিতে পারেন। আবেগ বোঝানোর জন্য লাল গোলাপের চেয়েও বেশি পরিমাণে কাজের হল কমলা গোলাপ।
হলুদ গোলাপ: এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনও বন্ধুর এই দিনটি উজ্জ্বল করে তুলতে এই রঙের গোলাপ উপহার দিতে পারে।
সাদা গোলাপ: সারল্যের প্রতীক এই গোলাপ। তবে Rose Day-তে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। এটি বিয়ে বাড়ি, বা শ্রদ্ধানুষ্ঠানে দেওয়ার মতো।
পিচ গোলাপ: প্রেমের দিনে বা Rose Day-তে দেওয়ার জন্য দারুণ রং এটি। কারণ এর মানে, প্রেমে পড়েছেন। কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। মনের কথা চেপে না রেখে এই রঙের গোলাপ দিলেই বাজিমাত।