Hindustan Times
Bangla

বিধ্বংসী দাবানলে হাওয়াইতে নিহত ৮০, স্বজনহারার কান্না দিকে দিকে

কয়েকদিন আগেই  প্রবল দাবানলের গ্রাসে হাওয়াই দ্বীপের লাহাইনার একটা বড় অংশ চলে গিয়েছে। তার জেরেই হু হু করে বেড়েছে সেদেশে মৃতের সংখ্যা।

হাওয়াই দ্বীপে ভয়াবহ দাবানলের জেরে মৃত্যু হয়েছে ৮০ জনের। তৎক্ষণাৎ ফাঁকা করা হয়েছে লাহাইনা এলাকা।

লাহাইনা জুড়ে দিকে দিকে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। ছড়িয়ে রয়েছে দগ্ধ নানান সামগ্রী।

সদ্য শহরে ফিরতে দেওয়া হয়েছে বাসিন্দাদের। ত্রাণ শিবির থেকে ফিরেই অনেকের দাবি, তাঁদের নিজেদের বসবাসের জায়গায় তাঁরা স্বাধীনভাবে বিচরণ করতে পারছেন না।

হাওয়াই দ্বীপে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এপর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনা ঘিরে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

হাওয়াই দ্বীপের লাহাইনাতে এই অগ্নিকাণ্ডের পরবর্তী সময়ে ব্যাপক লুঠতরাজ শুরু হয়েছে বলেও খবর।

এদিকে হাওয়াই দ্বীপের অ্যাটর্নি জেনারেল অ্যানে লোপাজ জানিয়েছেন অগ্নিকাণ্ড ঘিরে তদন্তে কী উঠে আসছে তা জনসমক্ষে জানানো হবে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে মানবঘটিত কারণের জেরে অগ্নিকাণ্ড ঘটে যায়।