দিন দিন বুড়িয়ে যাচ্ছেন? এভাবে ফিটকিরি মাখলেই ধরে রাখতে পারবেন যৌবন
নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়াই হোক বা বার্ধক্যের প্রভাব কমনো, ফিটকিরির রয়েছে নানাবিধ ব্যবহার। এতে উপস্থিত ঔষধিগুণ আপনার স্বাস্থ্য এবং ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে পারে।
বেশিরভাগ বাড়িতে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় ফিটকিরি। এর রাসায়নিক নাম পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট।
ফিটকিরি বা অ্যালামে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ট্রাইকোমোনাস, অ্যাস্ট্রিনজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যা আফটার শেভ থেকে শুরু করে ক্ষত এবং ব্রণ সব কিছু সারাতে সাহায্য করতে পারে।
চলুন দেখে নেই ফিটকিরি আপনার কী কী উপকারে আসতে পারে-
অ্যান্টি এজিং: বলিরেখার সমস্যা থেকে মুক্তি দিতে অ্যালাম একটি দুর্দান্ত প্রতিকার হতে পারে।
মাউথওয়াশ: ভালো মাউথওয়াশ হিসেবেও ফিটকি ব্যবহার করতে পারেন। দাঁতেদাঁ জমা প্লাক দূরদূ করার পাশাপাশি এটি লালায় উপস্থিত ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সাহায্য করে।
ব্রণ: ফিটকিরি ব্যবহার করে ব্রণ-র সমস্যা থেকে উপকার পাওয়া সম্ভব। ইন্টারন্যাশনাল জার্নাল অফ উইমেন'স ডার্মাটোলজির গবেষণায় বলা হয়েছে যে ফিটকিরির অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্যের জন্য এটি রোমকূপ শক্ত করে। ওপেন পোরস থাকলে ব্রণর সমস্যা বেশি হয়।
কীভাবে ব্যবহার করবেন মুখে? ফিটকিরি হালকাভাবে ভিজিয়ে রাখুন এবং বৃত্তাকারে ম্যাসাজ করে নিন মুখে। এভাবে ২ মিনিট ঘষে নিয়ে মুখ শুকোতে দিন। আধা ঘণ্টা মুখে ফিটকিরি লাগানোর পর মুখ জল দিয়ে ধুয়ে নিন।